Advertisement

VIDEO: জমির জল নিকাশের নামে ১০০ দিনের কাজে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভে শতাধিক কৃষক

জমির জল নিকাশের নামে ১০০ দিনের কাজের প্রকল্পের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উধাও। জলে ডুবে শতাধিক বিঘা জমি। রোজগারহীন শতাধিক কৃষক। অনাহারে অর্ধাহারে কাটছে দিন কৃষক পরিবারের। অন্যদিকে কোনও কাজ না করেই সেই জলা জমিতেই ফলক লাগানো হয়েছে পঞ্চায়েতের তরফে ১০০ দিনের কাজের খতিয়ান। বাধ্য হয়ে বিক্ষোভ শুরু করল কৃষকরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিধা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকায় সেই জলা জমি জুড়েই বিক্ষোভে কৃষকরা।

Complaints of irregularities in 100 days of work at malda

Advertisement