“যাঁরা হামলা করেছিল তারা জঙ্গি নন, যদি জঙ্গি হত তাহলে কি হতো ! জোর বেঁচে গিয়েছি। উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে।” সংসদে তাণ্ডবের ঘটনায় মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও সরব হয়েছেন তিনি। তিনি বলেন, “দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে হামলা হয়েছে। অথচ প্রধানমন্ত্রী এখনও কোনও জবাব দিলেন না কেন ? এখনও কেন চুপ ? উনি কি দেশের প্রধানমন্ত্রী ? যিনি সংসদের নিরাপত্তা দিতে পারেন না, তিনি দেশের নিরাপত্তা কিভাবে দেবেন।” অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি।
Adhir Ranjan Chowdhury's Reaction On Parliament Security Breach