Advertisement

Adhir Ranjan Chowdhury: রাহুলের সভা বাতিল, TMC-কে নিশানা করলেও সুর নরম অধীরের, দেখুন

রাজ্যে সভা করার অনুমতি পাননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শিলিগুড়িতে রাহুল গান্ধীর দু'টি সভা বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তীব্র ক্ষোভপ্রকাশ করে বলেন, "মণিপুরে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। অসমেও একই ঘটনা ঘটেছে, বহু সদস্যের ওপর হামলা হয়েছে। অসম সরকারও বাধা সৃষ্টির চেষ্টা করেছিল। সেজন্য সেখানেও অনেক জটিলতার সম্মুখীন হতে হয়েছে, তবুও যাত্রা এগিয়ে গেল। বাংলায় আসার পরেও, গতকাল আমাদের একটি ছোট অনুরোধ ছিল যে শিলিগুড়িতে একটি জনসভার অনুমতি দেওয়া হোক। এখানকার প্রশাসন অনুমতি দেয়নি। রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা তা গোটা দেশের জন্য। কারও বিরুদ্ধে ও বা কারও পক্ষে বিরোধিতার জন্য নয়।"

Advertisement
POST A COMMENT