Advertisement

Adhir Ranjan Chowdhury: ফিরহাদ-মন্তব্যে 'দিদি-মোদীর খেলা' দেখছেন অধীর, বললেন, 'বাংলাদেশে যা চলছে...'

'সেই তৃণমূল আর বিজেপির সমঝোতার খেলা। এসব উস্কানিমূলক কথা। বাংলাদেশে যা চলছে তা এই রাজ্যে আমদানি করে লাভ আছে কী?' ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য নিয়ে এ কথাই বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বলেন,' এরা বলছে, তুমি হিন্দুর ওকালতি করো। মুসলিম ভোট আমার পকেটে চলে যাবে। আর বাকি ভোটটা লক্ষ্মীর ভান্ডার থেকে চলে আবে।' যোগ করেন, 'দিদি আর মোদী নিজেদের মধ্যে সমঝোতার খেলা খেলছে। তাই দেখবেন কেউ কাউকে বাধা দেয় না। বাবরি মসজিদ তৈরির কথা বলছেন বিধায়ক। অথচ দিদি কিছু করছেন না'।

Advertisement
POST A COMMENT