Advertisement

Adhir Ranjan Chowdhury: 'সাম্প্রদায়িক উত্তেজনার চেষ্টা হতে পারে', নওদায় গুলিবিদ্ধ যুবককে দেখতে গিয়ে বার্তা অধীরের

মুর্শিদাবাদের নওদায় কালি পুজোর শোভাযাত্রায় গুলি চালানোর ঘটনায় হাসপাতালে গুলিবিদ্ধ যুবককে দেখতে গেলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনায় গুলিবিদ্ধ রিন্টু বিশ্বাসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহতের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন- বর্তমানে পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীদের কাছে কটা আগ্নেয়াস্ত্র থাকে তার কোনো ঠিক নেই। তবে ছোটো থেকে বড় সর্বস্তরের তৃণমূল নেতাদের কাছে যে সব সময়ই অস্ত্র থাকে- এটা তারই প্রমান। তা নাহলে পুজোর শোভাযাত্রার কারণে তৃণমূল নেতার গাড়ি বাধাপ্রাপ্ত হওয়ায় কেন চলবে গুলি? আসলে এটা তৃণমূল কংগ্রেসের চরম ঔদ্ধত্য ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

Advertisement
POST A COMMENT