মায়ের স্নেহের টানে জেলখানা থেকে কোমরে দড়ি লাগা ও হাতে হাতকড়া পরা অবস্থায় বাড়িতে চলে এল যুবক। প্রায় দশ বছর বাদে ঘরের ছেলে ঘরে ফিরল। তবে স্থায়ি ভাবে নয়। ঘরের মধ্যে হাতকড়া কোমরের দড়ি রাখা আছে। ঘরের বাইরে কড়া নিরাপত্তা। ভেতরে রয়েছে লাইফার সাজা প্রাপ্ত আসামি (Convict) মহঃ শামিম। ভদ্রেশ্বরের এংগাস মসজিদ পাড়ায় শামিমকে ঘিরে রয়েছে প্রতিবেশি আত্মীয় স্বজন থেকে অনেকেই।খুনের অভিযোগে লাইফার হয়েছে শামিমের। হুগলি জেলের ((Hooghly Jail) মধ্যে মনটা ছটফট করছিল মায়ের জন্য। তাই জেল কর্তৃপক্ষকে সে আবেদন করেছিল বাড়িতে আসার জন্য। শামিমের আবেদনে সাড়া দিয়ে ৪৮ ঘন্টার জন্য বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
The convict, who was sentenced to life imprisonment, came home to meet his mother