Advertisement

Food Poison: আলু খেয়ে মৃত্যু-অসুস্থ একাধিক, কোচবিহারের শীতলকুচিতে হুলুস্থুল

বাজার থেকে ছাক আলু কিনে সবজি রান্না করে খেয়ে অসুস্থ একাধিক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির আকরারহাট বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে বাজার থেকে এক ধরনের আলু কিনে বাড়িতে রান্না করা হয়। সেই আলুর তরকারি খাবার পর চারটি পরিবারের প্রায় কুড়ি জন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাকিদের কোচবিহার এনজেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement
POST A COMMENT