Advertisement

Ashok Bhattacharya: ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহী করছে তৃণমূল-বিজেপি, কুণাল ঘোষের ছোট মন: অশোক ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্যকে কলকাতায় দেখে এসে সবে সোমবার ফিরেছেন। ট্রেন ছিল দুঘন্টা লেট। বাড়ি ফিরে অবশ্য কথা বলতে হবে অনুরোধ করায় মুহূর্তে চাঙ্গা হয়ে গেলেন রাজ্যের দীর্ঘদিনের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলানো অশোক ভট্টাচার্য। তিনি শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়রও বটে। বামেদের পাকাচুলোদের সরিয়ে যুব সম্প্রদায়কে সামনে আনার জোয়ারেও তিনি ভীষণভাবে প্রাসঙ্গিক। রাজ্যে শিলিগুড়ি মডেলের প্রতিষ্ঠাতা এবং এখনও ছাত্র থেকে প্রবীণদের অঘোষিত মেন্টর। তাঁর মুখোমুখি হয়েছিলাম আমরা বাংলা.আজতক.ইন। বুদ্ধবাবু থেকে তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেস অকপটে বামেদের চিন্তাভাবনা নিয়ে খোলাখুলি সরব হয়েছেন তিনি। তিনি বিজেপি থেকে তৃণমূল উভয়কেই গণতন্ত্র বিরোধী বলে চিহ্নিত করেছেন। পাশাপাশি সরব হয়েছেন কুণাল ঘোষের বুদ্ধবাবুকে নিয়ে করা মন্তব্য নিয়েও। আসুন জেনে নিই কী বলেছেন তিনি?

Advertisement
POST A COMMENT