Advertisement

Crime News: হত্যা মামলায় ৯০ বছরের ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক স্থানীয় আদালত ৪২ বছর আগে ১০ জন দলিত হত্যা মামলায় ৯০ বছর বয়সী এক ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সঙ্গে ৫৫০০০ টাকা জরিমানাও করা হয়েছে। ওই হত্যা মামলায় একমাত্র জীবিত আসামী গঙ্গা দয়াল। ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালে সেই সময়ের ময়নপুরী জেলার শিকোহাবাদে। বর্তমানে এটি এখন ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ফিরোজাবাদ জেলার মাখনপুর এলাকার অধীনে। সরাকারি আইনজীবী জানায়, ১৯৮১ সালের ডিসেম্বরে শিকোহাবাদের সাধুপুর গ্রামে ১০ জন দলিতকে গুলি করে হত্যা করা হয়। মামলা চলাকালীন ১০ আসামীর মধ্যে ৯ জনই মারা যায়। শুধুমাত্র ৯০ বছর বয়সী গঙ্গা দয়াল বেঁচে আছে।

Advertisement
POST A COMMENT