Advertisement

VIDEO: ধেয়ে আসছে Cyclone জাওয়াদ, চেন-তালা দিয়ে বাঁধা হল বহু ট্রেন

ইয়াসের পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহবিদরা বলছেন বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় হয়ে খুব তাড়াতাড়ি তা আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। কলকাতা-সহ উপকূলীয়  ও সংলগ্ন জেলাগুলিতে বইতে ঝোড়ো হাওয়া, সঙ্গে অতিভারী বৃষ্টি। আর এই দুর্যোগের আশঙ্কায় হাওড়া ও শিয়ালদ স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল করল রেল। 

cyclone jawad several trains cancelled in south eastern railways

Advertisement