Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে বেজায় চিন্তিত সবাই। এ রাজ্যে তার কটা প্রভাব তা জানার আগ্রহ প্রবল। কারণ ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক, ধ্বংস। আগে থেকে জানা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই রোখা যায়। ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসগরের পুরী থেকে ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে। প্রথম ৬ ঘণ্টায় উত্তর দিকে যাবে। তারপরে উত্তর-পুর্ব দিকে যাবে ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। ৫ ডিসেম্বর পুরী উপকূলে পৌঁছবে। তারপর পশ্চিমবঙ্গ উপকূল যাবে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Cyclone Jawad Update