scorecardresearch
 
Advertisement

VIDEO: জাওয়াদের আতঙ্ক, ফসল ঘরে তুলতে মরিয়া পূর্ব বর্ধমানের চাষিরা

VIDEO: জাওয়াদের আতঙ্ক, ফসল ঘরে তুলতে মরিয়া পূর্ব বর্ধমানের চাষিরা

ঘূর্ণাবর্তের কারণে আকাশ মেঘাচ্ছন্ন ও সকাল থেকেই বিক্ষিপ্ত টিপটিপ বৃষ্টি। পাশাপাশি ঘূর্ণিঝড় জাওয়াদের আতঙ্ক। আসন্ন ক্ষতির কথা ভেবে মাথায় হাত পূর্ব বর্ধমানের চাষিদের। তাদের স্বপ্নের ফসল আগেই ক্ষতিগ্রস্থ পোকার আক্রমণে। এবার যতটুকু অবশিষ্ট আছে তাও বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা। তাই অবশিষ্ট ফসল ঘরে তোলার জন্য তড়িঘড়ি মাঠে নেমে পড়েছেন পূর্ব বর্ধমানের চাষিরা।

the farmers of east burdwan trying to save their crops ahead of cyclone Jawad

Advertisement