ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ।তাঁর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে সতর্কমূলক ব্যবস্থা। সুন্দরবনের গোসাবার বিভিন্ন নদী ঘাট থেকে মাইকিং করে মৎসজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। গত কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের থেকে শিক্ষা নিয়ে গোসাবার বিভিন্ন দুর্বল নদী বাঁধগুলি মেরামতির কাজ শুরু করেছে গ্রাম পঞ্চায়েত গুলি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবার কতটা ক্ষতি গ্রস্থ হবে সেই নিয়ে আতঙ্কে গোসাবাবাসী।