ঘূর্ণিঝড় মান্থা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চর্চা। আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী ইতিমধ্যে রবিবার শহর কলকাতা-সহ পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে বৃষ্টিরও হয়েছে। রবিবার হাওয়া অফিস জানায়, ২৮ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চল থেকে এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছাকাছি কোনও একটি জায়গা দিয়ে অতিক্রম করবে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, আর সর্বোচ্চ ১১০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Cyclone Mantha intensifies nearing Andhra Pradesh coast