Advertisement

Weather Update : সাইক্লোন মন্থা নিম্নচাপে শক্তিশালী হয়ে ব্যাপক বৃষ্টিতে ভেজাবে বাংলাকে, প্রবল ঝড়-ঝঞ্ঝা

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। এখন গরম কমলেও ফের বাড়বে। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মন্থা ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। বুধবার সকালে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরে এগিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের কাছাকাছি পৌঁছবে এই নিম্নচাপ। তার পর আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

Cyclone Montha becomes strong low pressure and brings heavy rain to Bengal

Advertisement