শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। তবে এর অবশিষ্টাংশের প্রভাবে আমাদের রাজ্যের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। যার ফলে রাজ্য জুড়েই থাকছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তারপর বৃষ্টিপাত কমবে। উল্টো দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এবং তারপর আগামী ৩১ তারিখে আরও কিছুটা বাড়বে বৃষ্টি। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল ওপরের পাঁচ জেলায় বৃষ্টিপাত বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।