ক্রমশ ধেয়ে আসছে ঘুর্ণিঝড় সিতরাং। তার প্রভাবে দিঘার সমুদ্র উত্তাল। সোমবার সকাল থেকেই দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ আশপাশের এলাকায় মাইকিং চলছে। পর্যটকদের নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, নিচু জায়গাগুলোতে জল জমতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। NDRF-র তরফে চলছে মাইকিং। পর্যটকদের সতর্ক করা হচ্ছে।
Stormy sea in Digha due to Cyclone Sitrang