scorecardresearch
 
Advertisement

Cyclone Sitrang Latest Updates: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং, ৪ জেলায় লন্ডভন্ড ঝড়; একনাগাড়ে বৃষ্টির পূর্বাভাস

Cyclone Sitrang Latest Updates: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং, ৪ জেলায় লন্ডভন্ড ঝড়; একনাগাড়ে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট হল যে, কালীপুজোর পরদিনই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। সাইক্লোন সিতরাংয়ের অভিমুখ ঘুরেছে। এই রাজ্যের একাধিক জেলায় এর প্রভাব পড়তে চলেছে। ২৫ তারিখ মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ কোস্ট ক্রশ করবে। তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যে আছড়ে পড়বে এই প্রবল ঘূর্ণিঝড়। সোমবার মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। এর পর উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। প্রভাব পড়বে আমাদের রাজ্যেও। কেমন প্রভাব? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২৪ ও ২৫ তারিখ আমাদের রাজ্যে বৃষ্টি।

Latest Update Of Cyclone Sitrang

Advertisement