দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মালদ্বীপের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা। উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রা থাকবে। সপ্তাহভর শীতের আমেজ একই রকম। মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মূলত শুষ্ক আবহাওয়া ও শীতের আমেজে থাকায় মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম।
Cyclones near Bangladesh and Maldives impact northern India weather