scorecardresearch
 
Advertisement

Cyclone Alert: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, কতটা প্রভাব, জানুন

Cyclone Alert: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, কতটা প্রভাব, জানুন

বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবে। আগামী ৪ তারিখ এটি শক্তি বাড়িয়ে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর জেরে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ৪ তারিখ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আগামী ৪ তারিখ আন্দামান সাগরে  যেতে নিষেধ করা হয়েছে। তবে এই নিম্নচাপের জেরে বাংলাতে কোনও প্রভাব পড়বে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

cyclone threat in bay of bengal over South Andaman Sea

Advertisement