scorecardresearch
 
Advertisement

Cyclonic Update-West Bengal Weather: নিম্নচাপে বৃষ্টি রাজ্যে, এই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস, কত দিন চলবে ?

Cyclonic Update-West Bengal Weather: নিম্নচাপে বৃষ্টি রাজ্যে, এই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস, কত দিন চলবে ?

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। সকাল থেকেই কলকাতায় ক্ষেপে ক্ষেপে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলিতেও। সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে অবস্থান করছে। আগামী দু'দিনে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড অতিক্রম করবে। এর জেরে আজ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতা ও তৎসংলগ্ন প্রায় সবক'টি জেলায়। উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে পশ্চিমের জেলাগুলি বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে দু'এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে। অস্বস্তিকর গরম থেকে খানিকটা রেহাই মিলবে।

Advertisement