উত্তর-পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে রূপান্তর হবে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা South Bengal র সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টি হবে North 24 Pargana, Howrah, Hooghly, দুই মেদিনীপুর এবং Kolkata য়।
Cyclonic disturbance likely to turn into depression in northeast Bay of Bengal