ডিএ (Dearness Allowance) মামলায় হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের DA দেওয়া নিয়ে হাইকোর্ট এর আগে যে রায় দিয়েছিল, তাই বহাল রাখল। আর সরকার সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। তা খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই রায় দেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। এখন প্রশ্ন হাইকোর্টের এই রায়ের পর কবে DA মিলতে পারে রাজ্য সরকারি কর্মীদের? আসুন জানি।
Da case latest update, when west bengal govt employee will get da