scorecardresearch
 

DA West Bengal Update News: 'দাবি মতো রাজ্যের পক্ষে ডিএ দেওয়া অসম্ভব', তাহলে কি মহার্ঘ ভাতা পাবেন না সরকারি কর্মীরা?

DA West Bengal Update News: 'দাবি মতো রাজ্যের পক্ষে ডিএ দেওয়া অসম্ভব', তাহলে কি মহার্ঘ ভাতা পাবেন না সরকারি কর্মীরা?

সোমবারের SLP-র শুনানির দিকে নজর ছিল রাজ্যের সরকারি কর্মীদের। তাঁরা আশা করেছিলেন সোমবারই হয়তো রাজ্যের দায়ের করা এসএলপি ডিসমিস করে দেবে মহামান্য সুপ্রিম কোর্ট। তবে সোমবার রাজ্য সরকার ও মামলাকারী সংগঠনের বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৪ ডিসেম্বর রেখেছে সুপ্রিম কোর্ট। অনেকের প্রশ্ন, সুপ্রিম কোর্টে সোমবার ঠিক কী হল, রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটানো নিয়ে মনোভাব কী, মামলাকারী সংগঠনগুলির তরফে কী বলা হয় মহামান্য সুপ্রিম কোর্টকে, মামলার গতিপ্রকৃতি কোন দিকে এগোচ্ছে, কবে ডিএ পেতে পারেন সরকারি কর্মীরা-এই সব জানাব এই প্রতিবেদনে।

west bengal Da news. know all details here.