গরমে রেহাই পেতে পাহাড়ে যাওয়ার কথা ভাবছেন? কোনো লাভ নেই। সেখানেও একই পরিস্থিতি। গরমের ছুটিতে যেখানে মানুষ দার্জিলিংয়ে, নয় সিকিমে বেড়াতে যান, সেখানে এবার ভাঁটা পড়ছে। কেন বলুন তো? কারণ একটাই গরম। সেখানেও গরম তাড়া করে বেড়াচ্ছে। শৈলশহর দার্জিলিং-এ মে মাসে এত গরম কখনও পরেনি, যা এবারে পড়েছে। কাঠফাটা গরমে অতিষ্ট পাহাড়বাসী। তাপমাত্রার সব রেকর্ড এবার ছাড়িয়ে গিয়েছে। পর পর দুদিন দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রির ওপরে। মঙ্গলবার 25.4 ও বুধবার 25.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ রেকর্ড করা হয়, যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি ছিল। মঙ্গলবার একলাফে 29 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় কালিম্পংয়ের তাপমাত্রা, যা একেবারে কল্পনাতীত।
Darjeeling Witnesses Hot Weather