Advertisement

Lakshmir Bhandar Scheme: 'মৃত' গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার চাইতে BDO অফিসে হেটে গেলেন

'মৃত' গৃহবধূ BDO-তে গেলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চাইতে। জীবিত থেকেও মৃত তাই, হঠাৎ করে বন্ধ লক্ষীর ভান্ডার। নিজেকে 'জীবিত' প্রমাণ করতে আদালতেও গিয়েছেন। ব্লক প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। প্রশাসনের আধিকারিকরা যাতে তাঁকে জীবিত প্রমাণ করে তাঁর লক্ষ্মীর ভান্ডার চালু করেন সেই আবেদনও জানিয়েছেন।

Daspur Housewife Lakshmir Bhandar Scheme controversy

Advertisement