SIR এর নোটিস বিলি শুরু হতেই নোটিস হাতে পেয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটল ৷ অসহায় সন্তানহীন বৃদ্ধ শুনানির নোটিস পেয়েই দেশ ছাড়া হওয়ার আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ৷ বিএলও থেকে গ্রামবাসী সকলের কাছে দৌড়েছিলেন ৷ ঘটনার পরে অতিরিক্ত উদ্বেগে থাকা বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই মারা গেলেন ৷ স্ত্রীর দাবি SIR নোটিসের আতঙ্কেই মারা গেলেন ৷ এই ঘটনা সামনে আসতেই এলাকাতে চাঞ্চল্য ছাড়িয়েছে ৷
Death due to fear after receiving SIR hearing notice