Advertisement

Dev: ‘জনপ্রতিনিধিদের ঔদ্ধত্য থাকা উচিত নয়’, ঘাটালে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু দেবের

লোকসভা ভোটের সময় তৃণমূল প্রার্থী দেব ঘোষণা করেছিলেন যত ভোটে তিনি জিতবেন, তত গাছ লাগাবেন ঘাটাল লোকসভা কেন্দ্রে। সেই অনুযায়ী সবং, ডেবরা, পিংলা, কেশপুর, ঘাটাল, দাশপুর ও পশ্চিম পাঁশকুড়া এই সাত বিধানসভাতে গাছ লাগালেন দেব। তিনি বলেন, আগামী পাঁচ বছরে সবুজ ঘাটালে লক্ষ্যে গাছ লাগানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বুধবার বৈঠক আছে বলে জানান তিনি। পাশাপাশি সোহমের রেস্তোরা মালিক কে চড় মারা প্রসঙ্গে দেব বলেন, শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে। সোহমের সাথে আমার কথাও হয়েছে, তো এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি। তিনি বলেন এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কোন মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধিত্ব একেবারেই নয়। সুকান্ত মজুমদারের মন্ত্রী হওয়া নিয়েও দেব অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
POST A COMMENT