Advertisement

Tarakeswar Mahadev: দেখুন ভিডিও, তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন কাতারে কাতারে ভক্ত

শ্রাবণ মাস এলেই মহাদেবের মাথায় জল ঢালতে কাখে নিয়ে শিবধামগুলিতে ভিড় জমান কাতারে কাতারে ভক্ত। পায়ে হেঁটে বা সাইকেলে তারকেশ্বর ও অন্যান্য শিবধামগুলিতে পাড়ি দেন ভক্তরা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওটি দেখলে কার্যত জনসুনামি বললেও কম বলা হবে। এই যে ভিডিওটি দেখছেন সেটি শেওড়াফুলি ও বৈদ্যবাটি স্টেশনের মাঝে একটি রেলগেটের। এই রেলগেট দিয়েই রীতিমতো হর হর মহাদেব ধ্বনি দিতে দিতে হাজার হাজার শিবভক্তকে যেতে দেখা যাচ্ছে। যা দেখে রীতিমতো ভয় লেগে যাবে আপনার। কেন ভয় লাগবে? কারণ যেভাবে ভক্তরা যাচ্ছেন, তাতে কেউ একজন যদি অসাবধানতায় পড়ে যান, তাহলে কিন্তু পদপিষ্ঠ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

Tarkeshwar Yatra 2024

Advertisement