Advertisement

BJP MLA Asim Sarkar Viral Video: 'বলো হরিবোল হরিবোল' গেয়ে ভোটপ্রচার BJP বিধায়ক অসীম সরকারের

শুক্রবার বিকেলে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচার সারলেন BJP বিধায়ক অসীম সরকার। প্রথমে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায় জনসভা করেন। এরপর ঝাড়আলতা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ডাউকিমারি এলাকায় প্রচার চালান। দুই প্রচারেই গানকে হাতিয়ার করেন তিনি। গানের মাধ্যমে আক্রমণ করেন রাজ্যের শাসল দলকে।

Advertisement
POST A COMMENT