Advertisement

Charak Mela 2024: পিঠের বঁড়শি ছিঁড়ে সাইকেল-সহ নিচে সন্ন্যাসী, মর্মান্তিক ঘটনা ধুপগুড়ির চড়কে

ঘূর্ণীয়মান চড়ক থেকে পড়ে গুরুতর আহত হলেন এক সন্ন্যাসী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের ময়নাতলীতে। এদিন চড়ক পূজা উপলক্ষে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যারাতে হতেই চড়ক ঘোরানো শুরু হয়। সাইকেল হাতে নিয়ে খুব জোর ঘুরছিলো চড়ক সন্ন্যাসী। দর্শক বিভিন্নভাবে উৎসাহিত করছিল তাকে। আচমকাই ছন্দপতন! দড়ির সঙ্গে ঝোলা বঁড়শি থেকে পিঠের চামড়া ছিড়ে ছিটকে পড়লেন নিচে। গুরুতর আহত হন চড়ক সন্ন্যাসী।

Advertisement
POST A COMMENT