বছর ঘুরলেই লোকসভা ভোট। NDA-র বিরুদ্ধে বিরোধী জোট INDIA লড়বে। ভোট যত এগিয়ে আসছেন ততই তৃণমূল কংগ্রেসকে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার ডায়মন্ড হারবার লোকসভা আসনটি নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অধীর। বলেন, 'ডায়মন্ড হারবারে আইএসএফ যদি দাঁড়ায় তবে খোকাবাবুর বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল।' লোকসভা ভোটের লড়াইয়ের রণকৌশল যেখানে বিরোধী জোট ঠিক করছে, সেখানে হঠাত্ অধীর ডায়মন্ড হারবার কেন্দ্রটিকে চর্চায় আনলেন কেন? ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Why Adhir Chowdhury Started discussion on Diamond Harbor seat ?