Advertisement

Suvendu Adhikari: সব ভণ্ডামি-মিথ্যাচার,পুরীধাম নকলের অধিকার হিন্দুরা দেয়নি, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘা মন্দির করা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি অভিযোগ করেছেন, মমতা সরকার পুরীর ধামের মতো স্থাপত্য তৈরি করতে চাইছে, যা তিনি "হিন্দু ধর্মের অপমান" বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "চারধামের একধাম পুরীধাম। পুরীধামকে নকল করার অধিকার কোনও হিন্দু আপনাকে দেয়নি।" শুভেন্দু আরও দাবি করেন, "গীতার মতো পুরীধামেরও বিকল্প হতে পারে না।"

Advertisement
POST A COMMENT