Advertisement

Dilip Ghosh Vote Campaigning: আসানসোলে পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ দিলীপের, উত্তেজনা

নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপি সহ- সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ (BJP Vice President Dilip Ghosh)। মঙ্গলবার আসানসোলে এমনই অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে নিগ্রহ করেছে পুলিশ। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। 

dilip ghosh allegedly manhandled by police in asansol during campaigning

Advertisement