Advertisement

Dilip Ghosh On Jadavpur Student Death: 'কাশ্মীর ঠাণ্ডা করে দিয়েছি আর কোথায় যাদবপুর!'

কাশ্মীর ঠাণ্ডা করে দিয়েছি, আর কোথায় যাদবপুর। আজ হোক বা কাল- ঠাণ্ডা হয়ে যাবে। কাঁকিনাড়ায় রবিবার, হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, যেখানে যেখানে সন্ত্রাসবাদী, সমাজবিরোধী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, বুট দিয়ে তার মাথা থেঁতলে দিয়েছি। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় দিয়ে দেখে আসুন। ওখানে প্রকাশ্যে আজাদি বলে স্লোগান দেওয়া হতো সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। আজ ওখানে লেনিন নেই, স্ট্যালিন নেই। ওখানে বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যাদবপুর যেখানে যেদিন নপুংসক সরকার বিদায় নেবে সেদিন যাদবপুরে বিবেকানন্দের মূর্তি বসাবো এবং ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দেব।" রবিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলার কাকিনাড়ায় একটি জনসভা থেকে যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh On Jadavpur Student Death

Advertisement