Advertisement

Dilip Ghosh slams Jayprakash Majumdar: 'দু'চারটে নেতা চলে গেলে দলের কোনও ক্ষতি হয় না,' জয়প্রকাশ মজুমদার প্রসঙ্গে দিলীপ ঘোষh

বিজেপি থেকে বরখাস্ত জয়প্রকাশ মজুমদার আজ তৃণমূলে যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে শ্রীরামপুরে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন দুচারটে নেতা দল থেকে চলে গেলে দলের কিছু এসে যায় না। দল গড়ে তোলে হাজার হাজার নিচু তলার কর্মীরা। তারা খারাপ পরিস্থিতিতেও দলের সঙ্গে আছেন।

dilip ghosh slams jayprakash Majumdar on his tmc joining

Advertisement