দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও খেলা হবে স্লোগান তৃণমূলের। আজ সকালে আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ডে দিলীপ ঘোষের চা চক্র কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ হতেই দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে খেলা হবে স্লোগান দিতে থাকেন।
Dilip ghosh slams tmc party at asansol