'হিন্দু হল সংস্কার। জগন্নাথ মন্দির তৈরি করলে কেউ হিন্দু হয় না। ছোটবেলা থেকে শিখতে হয়'। মমতাকে নিশানা দিলীপ ঘোষের। তৃণমূলের পাশাপাশি বিজেপির তরফেও সোমবার খড়গপুরে শহীদ স্মরণের আয়োজন করেছিলেন দিলীপ ঘোষ। জনসভায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বলেন, 'দিদিমণি আর ভাইপো পুরনো ক্যাসেট বাজাচ্ছেন, মানুষ তা বুঝে গেছে। আচমকা জগন্নাথ মন্দির করলে হিন্দু হওয়া যায় না। জগন্নাথদেবের হাত নেই। তাই মমতাকে আশীর্বাদ করতে পারেননি। যখন নারকেল ভাঙছিলেন, মনে হচ্ছিল পেটো ভাঙছেন।'