scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee-Health Tips: 'ব্লাড প্রেসার হাই থাকলে ডিম খেতে নেই',স্বাস্থ্য সচেতনতার বার্তা মমতার

Mamata Banerjee-Health Tips: 'ব্লাড প্রেসার হাই থাকলে ডিম খেতে নেই',স্বাস্থ্য সচেতনতার বার্তা মমতার

সোমবার মুর্শিদাবাদে তিনি দিলেন শরীর সুস্থ রাখার পাঠ। এর আগে সরকারি অনুষ্ঠানে দলের নেতার সুরেশ আগরওয়ালের অতিরিক্ত ওজন নিয়ে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রীর প্রসঙ্গ তুলে তিনি বলেন,'নিয়মিত নিজের স্বাস্থ্য দেখিয়ে নেবেন। সুব্রত সাহার একটা হার্টে প্রবলেম ছিল। ও যত্ন নেয়নি। যত্ন নিলে আরও ১০ বছর বাঁচত। বয়স নিয়ে ভাববেন না। যত দিন বাঁচবেন সেটাই আপনার সুস্থতার বয়স।' কম বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে বলে সতর্ক করেন মমতা। প্রেসার ও হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণে কী করা উচিত সেই উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'ব্লাড প্রেসার হাই থাকলে ডিম খেতে নেই। ডিমের সাদাটা খান। প্রেসারের ওষুধ খেতে লাগে। অ্যাসিডিটি হলে আপনি বুঝতে পারবেন। আর বুকে চিনচিন করলে দেখিয়ে নেবেন।'

Mamata Banerjee gave a message of health awareness

Advertisement