Advertisement

Mahua Moitra: মহুয়ার 'বিতর্কিত' মন্তব্য়! Habra থানায় অভিযোগ দায়ের! কী করবেন মমতার প্রিয় MP ?

রাজ্যবাসীর সুবিধার্থে একের পর জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী Mamata Banerjee র সরকার। রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে Kanyashree, Swasthya Sathi, Lakshmir Bhandar র মতো প্রকল্পগুলি। কিন্তু তারপরেও কি ভোটবাক্সে সর্বস্তরের ভোটারদের সমর্থন পাচ্ছে TMC? বিগত কিছু ভোটের ফলাফলে বিভিন্নমহলে ইতিমধ্যেই উঠেছে এই প্রশ্ন। আর এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভোট নিয়ে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ Mahua Moitra এমন মন্তব্য করলেন , যা নিয়ে দানা বাঁধল বিতর্ক। আর শুধু বিতর্কই জন্ম নেয়নি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

Does TMC still get support from all voter sections in West Bengal

Advertisement