সোমবার সকালেই দুর্গাপুরের কলেজে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'শেখ নাসিরুদ্দিন নামে যে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয়রা জানাচ্ছেন সে তৃণমূলের লোকাল ক্যাডার। অতএব বোঝাই যাচ্ছে শাসকই শোষক যেখানে, সেখানে আর আইনের শাসণ থাকবে তা আর আশা করা যায় কি?'