scorecardresearch
 
Advertisement

VIDEO: শান্তিপুরের দুর্গা প্রতিমা রওনা দিল ঝাড়খণ্ডের পথে

VIDEO: শান্তিপুরের দুর্গা প্রতিমা রওনা দিল ঝাড়খণ্ডের পথে

নদিয়ার শান্তিপুর শহর থেকে দুর্গা প্রতিমা (Gurga Puja 2021) রওনা দিল ঝাড়খণ্ড । ২১ ইঞ্চি মাপের মাতৃ মূর্তিটি নিজের ইচ্ছা শক্তি, কর্ম দক্ষতা দ্বারা নির্মাণ করেছেন মাত্র কুড়ি বছর বয়শী আর্ট কলেজের ছাত্র রোহণ সাধুখাঁ। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী রোহণ ছোট থেকেই এই ধরনের মৃৎশিল্পের প্রতি প্রবল আগ্রহী ছিলেন রোহন । তবে কোনো কুম্ভকার বংশের সন্তান না হলেও রোহণের শিল্পকর্ম যেকোনও কুম্ভকারকে তাক লাগিয়ে দেবেএকথা নিঃসন্দেহে বলা যায় । অন্যদিকে এই মাতৃ মূর্তিটিকে নিখুঁত সাজে সাজিয়ে তোলার নেপথ্যে যাদের ভূমিকা রয়েছে তারা হলেন শান্তিপুর বৈষ্ণব পাড়ার ঠাকুরঘর প্রতিষ্ঠানের অমল কুন্ডু এবং উক্ত প্রতিষ্ঠানেই কর্মরত শান্তিপুর ফটক পাড়া নিবাসী প্রীতম খাঁ ।

The Durga idol of Shantipur set off on its way to Jharkhand

Advertisement