Advertisement

Durga Puja 2022:সোহাগ চাঁদ বদনি ধনী-র ছন্দে মাতলেন সাংসদ মহুয়া মৈত্র

সোহাগ চাঁদ বদনি ধনী-র ছন্দে মাতলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহাপঞ্চমীর সন্ধ্যায় নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরির কাঁঠাল বেড়িয়ার মধ্যপাড়ার পুজোয় গিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুজো মণ্ডপে বাজছে সোহাগ চাঁদ বদনী ধনি। নিজেকে আর সামলাতে পারলেন না। গানের তালে নাচতে লেগে যান তিনি। নিজের তাঁর টুইটারের আপলোড করেছেন সেই ভিডিও।

MP Mahua Moitra danced in Durga Puja

Advertisement
POST A COMMENT