এবার পুজোয় সুদূর মালেশিয়ার টুইন টাওয়ার দেখার সুযোগ মিলবে বাংলায় বসে। নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির পুজো তাক লাগাতে চলেছে রাজ্যবাসীকে। পুজোয় বাঁশ বেঁধে মণ্ডপের সামনে কাচ লাগানোর কাজ চলছে। ইতিমধ্যে লেগে গিয়েছে আলোও। গত চার মাস ধরে চলছে প্যান্ডেল তৈরির কাজ। প্লাইউডে কাচ লাগিয়ে হচ্ছে মণ্ডপসজ্জা। মণ্ডপের কাঠামো তৈরি হয়েছে বাঁশ ও কাঠ দিয়ে। কাঁথি থেকে আনা হচ্ছে দুর্গা প্রতিমা। আলো-আর কাচের ব্যবহারে তাক লাগাবে এই পুজো। এই মণ্ডপের উচ্চতা প্রায় ১৫২ ফুট এবং ১৩২ ফুট চওড়া। ৬০ জন মিলে তৈরি করেছে এই মণ্ডপ। চতুর্থীতে পুজো মণ্ডপের উদ্বোধন হবে।।ইতিমধ্যে কল্যাণীর এই পুজো ঘিরে উত্তেজনা তুঙ্গে।
Durga Puja Theme Malaysia Twin Tower