scorecardresearch
 
Advertisement

Durga Puja 2024 Birbhum: BJPর পুজো মণ্ডপে এবারের থিম RG কর! উৎসবে হোক প্রতিবাদ

Durga Puja 2024 Birbhum: BJPর পুজো মণ্ডপে এবারের থিম RG কর! উৎসবে হোক প্রতিবাদ

বীরভূমের সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে এবার পুজোর থিম আর জি করের অভয়ার বিচার। একই সঙ্গে রয়েছে নবান্ন অভিযানের বিজেপির কর্মসূচিতে পুলিশের অত্যাচারের ঘটনাবলি। এমনটাই জানিয়েছেন বিজেপির নেতৃত্ব। মণ্ডপটি তৈরি হয়েছে আরজি কর হাসপাতালের আদলে। মশাল হাতে সোশ্যাল মিডিয়াতে যে ছবি ভাইরাল হচ্ছে সেই ছবি রাখা মণ্ডপের উচ্চতায় । রয়েছে হাতের ছাপ। নবান্ন অভিযানের সময় জল কমানের সামনে যে বয়স্ক ব‍্যক্তি গেরুয়া পোশাক পরে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়েছিলেন সেই ঘটনাকেও মণ্ডপে তুলে ধরা হয়েছে।

Durga Puja 2024 Birbhum

Advertisement