Advertisement

Kandi Clash:দশমীর রাতে উত্তপ্ত কান্দি, TMC কাউন্সিলের বাড়িতে হামলা দলের অন্য গোষ্ঠীর,অভিযোগ

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি। সোমবার রাতে কান্দি থানার সন্তোষপুর গ্রামে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষের কয়েকজন জখম হয়েছেন। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কেউ গ্রেফতার হয়নি। জানা যাচ্ছে, দুই পাড়ার সংঘর্ষ আসলে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল। তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তাঁরা নিকটবর্তী অন্য ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে দাবি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। প্রতিমা বিসর্জন যখন চলছিল সেই সময় অতর্কিতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চালান হয় বলে অভিযোগ। লাঠিসোঁটা নিয়ে আচমকা তেড়ে আসে একদল যুবক। ভেঙে ফেলা হল পাঁচিলে লাগানো আলো। সিসিটিভি-তে ধরা পড়ে সেই দৃশ্য। কাউন্সিলরের বাড়িতে এই হামলার ঘটনায় অভিযোগ উঠেছে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অপর এক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে।

Advertisement
POST A COMMENT