বিশ্বকর্মাপুজো যে বৃষ্টিতে পণ্ড হচ্ছেই আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভাড়। বৃষ্টি শুরু হয়েছে অনেক জায়গায়। এরমধ্যেই বাঙালিদের মনে আশঙ্কা। দুর্গাপুজো ভেস্তে যাবে নাতো। হাওয়া অফিস সুত্রের খবর, 21 তারিখ অর্থাৎ সপ্তমীতে অংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সেভাবে কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে তাপমাত্রা 24 থেকে 30 ডিগ্রির আশেপাশেই থাকবে।
Durga Puja Weather Update