Advertisement

Durga Puja October 2022 Holiday List : উৎসবের মাস অক্টোবরে লম্বা ছুটি, দেখুন সেই তালিকা

১ সেপ্টেম্বর থেকে রাজ্যে পুজোর ঘণ্টা বেজে যাবে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সুতরাং সেদিন থেকেই পুজোর আমেজ রাজ্যজুড়ে। সেদিন কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় মহামিছিল হবে। সেদিন ইউনেস্কোর সম্মানে মিছিল হবে কলকাতার জোড়াশাঁকো থেকে। তাই কার্যত হাফ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আর পুজোর ছুটি শুরু ৩০ সেপ্টেম্বর থেকে। টানা ১১ দিন ছুটি থাকবে সরকারি কর্মীদের। একেবারে ১০ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ লক্ষ্মীপুজোর দিনও ছুটি মিলবে।

Durga Puja October 2022 Holiday List

Advertisement
POST A COMMENT