Advertisement

Durgapur Ispat Factory Gas Leak: দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনা, অসুস্থ ৪

দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনা। এর ফলে অসুস্থ হয়ে পড়েছেন ৪ জন। এদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। অরূপ মজুমদার, স্বজন চৌহান, পিন্টু যাদব, সন্তোষ চৌহান, এরা সবাই কারখানার ঠিকা শ্রমিক বলে সূত্রমাফিক জানা যাচ্ছে। একজনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

terrible accident occurred at durgapur ispat factory

Advertisement