প্রথম দিন থেকেই দুর্গাপুর গণধর্ষণ মামলায় দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার সহপাঠী পুলিশের স্ক্যানারে। তাঁর সঙ্গেই ক্যাম্পাস থেকে রাত ৮টা নাগাদ বেরিয়েছিলেন নির্যাতিতা। মঙ্গলবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে আসানসোল-দুর্গাপুরের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, 'নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়।'ইতিমধ্যেই তাঁকে নিয়ে এদিন দুপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে পরানগঞ্জের সেই জঙ্গলে যায় পুলিশ। তাঁর বয়ানের সঙ্গে নির্যাতিতার বয়ানও খতিয়ে দেখা হচ্ছে।